Logo Logo
বাংলাদেশ

জামায়াতের যুব বিভাগের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত ৬ জুলাই ২০২৫, রোববার, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইনের সঞ্চালনায় ও মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা কামরুল আহসান এমরুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন,

‘পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেকেরই কমপক্ষে একটি করে বৃক্ষ রোপণ করা উচিত। কার্বন নিঃসরণ রোধে উন্নত বিশ্বকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি পারমাণবিক শক্তিধর দেশগুলোকে পরিবেশ উন্নয়নে দ্বিচারিতা পরিহার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পতিত জমি, স্কুল, কলেজের মাঠ ও ভবনের ছাদে ব্যাপকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে মহানগর ও সদর এলাকার পরিবেশ রক্ষা করা সম্ভব। এ লক্ষ্যে মহানগরের সাধারণ নাগরিক ও যুব বিভাগের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

মহানগর জামায়াতের অফিস সম্পাদক প্রভাষক খন্দকার আবু হানিফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. আজিজুর রহমান, ঘাগড়া থানা জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান, আকুয়া সাংগঠনিক থানা জামায়াতের আমীর মাওলানা এ কে এম ফরহাদ হোসাইন, সেক্রেটারি মাহফুজ, মহানগর শ্রমিক কল্যাণের সেক্রেটারি আল-আমিন, আকুয়া থানা শিবিরের নেতৃবৃন্দসহ যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

-মো. রেজাউল করিম,প্রতিনিধি ময়মনসিংহ

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম