ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
রোববার (৬ জুলাই) দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘মারিভ’-এ প্রকাশিত এক মতামত কলামে তিনি জানান, হামাস ফের আগের অবস্থানে ফিরে গেছে। তার ভাষায়, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর আগেও ছিল একই রকম।
ইয়েজহাক ব্রিক জানান, হামাসের বহু যোদ্ধা এখনো সুড়ঙ্গগুলোতে অবস্থান নিয়ে গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে। তিনি বলেন,
‘হামাস কখনোই নিয়মিত সেনাবাহিনী ছিল না। তারা গেরিলা কৌশলে লড়াই করে, তাই তাদের সামরিক সক্ষমতা হারানো নিয়ে আইডিএফ প্রধানের দাবির বাস্তবতা নেই।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধের শুরু থেকে যেভাবে হামাস লড়াই করছিল, এখনও একইভাবে তাদের লড়াই চলছে।’
সূত্র- আল জাজিরা