Logo Logo

ঐকমত্য কমিশনের সংশোধনী প্রস্তাব আসছে : ড. আলী রীয়াজ


Splash Image

অধ্যাপক আলী রীয়াজ। ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবেচনায় নিয়ে সংশোধনী প্রস্তাব আনছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।


বিজ্ঞাপন


রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের দশম দিনের আলোচনা শুরুর আগে সোমবার (৭ জুলাই) সকালে তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, “কোনো কিছু কমিশন চাপিয়ে দিচ্ছে না। বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনছে কমিশন।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে সংশোধনী এনে ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন।”

তিনি জানান, ভুল বুঝাবুঝি যেন না হয়, সেদিকে কমিশন সতর্ক রয়েছে। এই কারণে অনেক বিষয়ে মতপার্থক্য সত্ত্বেও আলোচনা এগিয়ে যাচ্ছে।

আলোচনার অগ্রগতি প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, “আলোচনা ইতিবাচক হচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। যতটা সম্ভব বেশি সময় একসঙ্গে থেকে যেন দ্রুত কাজ শেষ করা যায়, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিভিন্ন বিষয়ে মতভেদ সত্ত্বেও ধাপে ধাপে এগিয়ে চলা এই সংলাপ নতুন রাজনৈতিক পথরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...