বিজ্ঞাপন
রোববার (৬ জুলাই) রাতে নালিতাবাড়ী শহরে এ বিক্ষোভ মিছিল এবং শহীদ মিনার চত্বরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমানবলেন , গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ড্যামি প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশ নেন ঢাকাস্থ নালিতাবাড়ীর সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর। ওই সময় আওয়ামী লীগের টাকায় নির্বাচনে অংশ নিয়ে এখন জনতার দলের পদ-পদবী নিয়ে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। সে কারণেই বিএনপি’র ভাবমূূর্তি নষ্ট করতে সাঈদ আঙ্গুর তার মালিকানাধীন নিবন্ধনহীন নামসর্বস্ব এসকে টেলিভিশন নামে একটি পেজ থেকে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ১৯৯৪ সালে উপজেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক, পরে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবং সবশেষ বিলুপ্ত উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ছিলাম। ৫ আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনে বিভিন্ন মামলায় হয়রাণির শিকার হয়েছি, ফেরারী হয়েছি এবং কোন ব্যবসা-বাণিজ্যও করতে পারিনি। ৫ আগস্টের পর আমি ব্যবসা-বাণিজ্য করে বৈধভাবে অর্থ উপার্জন করছি। সৈয়দ আঙ্গুর তার কথিত টেলিভিশনে মাদকাসক্ত ও চোরাকারবারে জড়িতদের দিয়ে বক্তব্য নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।
এসময় তিনি সাঈদ আঙ্গুরকে এক সময়ের হোটেল বয় ও পকেটমার উল্লেখ করে বর্তমানেও মানুষের সাথে প্রতারণা করছেন বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম জিন্নাহ, সাবেক যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হক, শহর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ন কবীর, বিএনপি নেতা আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শহরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাঈদ আঙ্গুরের গ্রেফতার দাবী করে শহরে বিক্ষোভ মিছিল করেন।
এই বিষয়ে জনতার দলের যুগ্ন সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসকে টেলিভিশন স্যাটেলাইট জন্য বাংলাদেশ সরকারের কাছে নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে। এবং সরকারি ভাবে ই-ট্রেড লাইসেন্স অনুমতি দেওয়া হয়েছে যাহার লাইসেন্স নম্বর-TRAD/DNCC/041980/2024। মিজানুর রহমান চেয়ারম্যান এর বিরুদ্ধে আমরা কাছে সবধরনের প্রমাণ আছে তাই আমি নিউজ করেছি।
-সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুর