Logo Logo
বাংলাদেশ

ধর্ষণ ও মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন


Splash Image

ভোলার লালমোহন, তজুমদ্দিনসহ জেলার বিভিন্ন এলাকায় ক্রমাগত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৭ জুলাই) দুপুরে লালমোহন চৌরাস্তার মোড়ে ‘জুলাই ছাত্রজনতা, লালমোহন-তজুমদ্দিন’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন—শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলার মোহাম্মদ হাসনাইন আল-মুসা, ছাত্রশিবির লালমোহন উপজেলা উত্তর সভাপতি আ. রহমান, নাগরিক ঐক্যের শামীম আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাই শাখার হাফেজ মাওলানা মুফতি শফিক, ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলার দপ্তর সম্পাদক রাহাদ রুমি প্রমুখ।

বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক আশ্রয়ে অপরাধীরা নতুন করে সংগঠিত হয়ে ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়াচ্ছে। তারা অভিযোগ করেন, ভোলায় ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা বলেন, সম্প্রতি তজুমদ্দিনে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় কেবলমাত্র বহিষ্কার করলেই চলবে না, দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা অভিযোগ করেন, লালমোহনেও ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু মামলার কার্যক্রম সঠিকভাবে হচ্ছে না। এখনও বেশিরভাগ আসামি গ্রেফতার হয়নি, বরং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

এছাড়া বক্তারা ভোলার বিভিন্ন এলাকায় ভয়াবহভাবে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মাদক ব্যবসায়ীরা আগামী প্রজন্মকে ধ্বংস করছে, অথচ প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

বক্তারা আরও বলেন, প্রশাসন যদি ধর্ষণ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে জনগণের কাছে সোজাসাপটা জানিয়ে দেওয়া উচিত। জুলাই ছাত্রজনতা সব ধরনের সহযোগিতায় প্রস্তুত রয়েছে।

তারা বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় ছাত্রজনতা যেমন এগিয়ে এসেছে, ঠিক তেমনি স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেও তারা বদ্ধপরিকর।

-রিয়াজ উদ্দিন, ভোলা প্রতিনিধি।

আরও পড়ুন

কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ