Logo Logo
বাংলাদেশ

নড়াইলে যৌথ অভিযানে মাদকসহ অস্ত্র উদ্ধার, আটক ১


Splash Image

নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. আসলাম শেখ (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে আটক করে। তিনি একই এলাকার ইদ্রিস শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সেনা ক্যাম্প এবং সদর থানা পুলিশের একটি যৌথ দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসলাম শেখকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৩৬৬ পিস ইয়াবা, ৮২০ গ্রাম গাঁজা, ৩টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ ৪২ হাজার ১২০ টাকা এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক আসামিকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, তার বিরুদ্ধে ২০২২ সালেও একটি মাদক মামলা দায়ের করা হয়েছিল, যা এখনও চলমান রয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জামিল কবির বলেন, “সেনা ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আসলাম শেখ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

প্রতিবেদক - মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম