বিজ্ঞাপন
বুধবার (৯ জুলাই) রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন-এর উদ্যোগে জেলা বার ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জানা গেছে, গত ১ জুলাই ২০২৫ সালে আইনগত সহায়তা প্রদান আইন সংশ্লিষ্ট একটি গেজেট প্রকাশিত হয়। উক্ত গেজেট বাতিলের দাবিতেই আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন-এর সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক (২), সাবেক সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার সোমসহ অন্যান্য সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন।
বার এসোসিয়েশন-এর বিপুলসংখ্যক আইনজীবী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং সংশ্লিষ্ট গেজেট বাতিলের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
প্রতিবেদক - স্বপন বিশ্বাস, রাজবাড়ী।