Logo Logo

আইনগত সহায়তা গেজেট বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন


Splash Image

রাজবাড়ীতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’ বিষয়ক গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৯ জুলাই) রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন-এর উদ্যোগে জেলা বার ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জানা গেছে, গত ১ জুলাই ২০২৫ সালে আইনগত সহায়তা প্রদান আইন সংশ্লিষ্ট একটি গেজেট প্রকাশিত হয়। উক্ত গেজেট বাতিলের দাবিতেই আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন-এর সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক (২), সাবেক সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার সোমসহ অন্যান্য সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন।

বার এসোসিয়েশন-এর বিপুলসংখ্যক আইনজীবী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং সংশ্লিষ্ট গেজেট বাতিলের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

প্রতিবেদক - স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...