Logo Logo
বাংলাদেশ

সিলেট নগরীতে আওয়ামী লীগ নেতা আটক


Splash Image

সিলেট নগরীতে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রদীপ রায়।


বিজ্ঞাপন


পরে খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজার লন্ডনী রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া জলমহালের দখল নিয়ে ২০১৭ সালের ১৭ জানুয়ারি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন। ওই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হয়। তবে পুলিশ চার্জশিটে তাকেসহ কয়েকজনকে অব্যাহতি দেয়।

পরে ২০২১ সালের ১৮ অক্টোবর দিরাই উপজেলার ভাটিপাড়া জলমহালের দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত হন। সে মামলায়ও প্রদীপ রায়কে আসামি করা হয়েছিল।

এছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে "ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের" দাবিতে আয়োজিত মুক্তিকামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলার ঘটনায়ও প্রদীপ রায়কে ২১ নম্বর আসামি করা হয়।

ঘটনাগুলোর পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন দিরাইয়ে না থেকে সিলেট শহরের লন্ডনী পাড়ার একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন।

প্রদীপ রায় দীর্ঘদিন দিরাই-শাল্লা এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার নেতৃত্বে বিভিন্ন সময় এলাকায় নানা ঘটনা ঘটেছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

তার ভাই বিশ্বজিৎ রায়ও আওয়ামী লীগের মনোনয়নে দিরাই পৌরসভায় মেয়র নির্বাচিত হন।

সরকার পরিবর্তনের পর প্রদীপ রায় ও তার ভাই আত্মগোপনে চলে যান। সম্প্রতি তার অবস্থান নিশ্চিত হয়ে বিএনপি নেতাকর্মীরা স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, "প্রদীপ রায়কে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।"

তিনি আরও জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

-খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি

আরও পড়ুন

হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন