Logo Logo
ক্যাম্পাস

গোবিপ্রবিতে জুলাই আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘জুলাই আন্দোলন’ এর বিরোধিতাকারী একাধিক শিক্ষকের পদোন্নতির প্রতিবাদে এবং তাদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনের সময় যেসব শিক্ষক সরাসরি আন্দোলনের বিরোধিতা করেছেন, তাদের পদোন্নতির সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবিকে অবজ্ঞা করার শামিল। বক্তারা বলেন, “এ ধরনের পদক্ষেপ ন্যায়বিচারের পরিপন্থী এবং তা ভবিষ্যতে অন্যায়কে উৎসাহিত করবে।”

শিক্ষার্থীরা আরও বলেন, “জুলাই আন্দোলন ছিল বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও নৈতিকতা রক্ষার লক্ষ্যে একটি ঐতিহাসিক প্রতিবাদ। সেই আন্দোলনের বিরোধিতাকারীরা বিশ্ববিদ্যালয়ের আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাদের বিচার না করে পদোন্নতি দেওয়া হলে গোটা প্রশাসনের নিরপেক্ষতা নিয়েই সন্দেহ দেখা দেবে।”

উল্লেখ্য, গত ৩ জুলাই এক অফিস আদেশের মাধ্যমে আন্দোলন বিরোধিতাকারী একাধিক শিক্ষককে পদোন্নতি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সিদ্ধান্তের বিরুদ্ধেই মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

প্রতিবেদক - হাবিবুর রহমান, গোবিপ্রবি প্রতিনিধি।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ