বিজ্ঞাপন
সোমবার (৭ জুলাই) আন্দোলন সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক মূল্যবোধ পরিপন্থী কার্যকলাপ, স্বেচ্ছাচারিতা এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে সাময়িকভাবে বহিষ্কৃত এই দুই নেতার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত পরিচালিত হয়। তদন্তে তাদের পক্ষ থেকে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় ও সংগঠনের নৈতিক অবস্থান ধরে রাখতে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক রুহুল আমিন মুন্না এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষর করেন।
তারা বলেন, “এই বহিষ্কার সিদ্ধান্ত কোনো গোষ্ঠী বা মতাদর্শিক দলভুক্ত গণ বহিষ্কার নয়। এটি সংগঠনের সম্মিলিত সিদ্ধান্ত, কোনো ব্যক্তি এককভাবে এই পদক্ষেপ নেননি।”
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠন থেকে দুই নেতার নামও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে ওমর শরীফ সরকার এবং ফয়সাল জামান ফাহিম কেউই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নন।
প্রতিবেদক - প্রতিবেদক - হাবিবুর রহমান, গোবিপ্রবি প্রতিনিধি।