বিজ্ঞাপন
পাশাপাশি, আদালতের হলফনামার মাধ্যমে তাঁদের ধর্মান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ধর্মান্তরিত যুবকের পূর্ব নাম ছিল প্রীতিশ মল্লিক। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আবদুর রহমান মল্লিক। তাঁর পিতার নাম প্রয়াত বিষ্ণুপদ মল্লিক। আবদুর রহমানের মায়ের আগের নাম ছিল কল্পনা মল্লিক, ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নাম রাখা হয়েছে ফাতেমা মল্লিক।
আবদুর রহমান মল্লিক বলেন, “আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্ক ও বিবেক-বুদ্ধি সম্পন্ন অবস্থায় নিজ সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এতে কোনো ধরনের জোরজবরদস্তি বা চাপ প্রয়োগ করা হয়নি। ছোটবেলা থেকেই মুসলিম বন্ধুদের সঙ্গে মিশেছি। তাদের জীবনযাপন, আচার-আচরণ, ধর্মীয় বিধিবিধান এবং আলেমদের বক্তব্য ও বই-পুস্তক পড়ে বুঝেছি, ইসলাম শান্তি ও সত্যের ধর্ম। এই আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করি।”
ধর্মান্তর প্রক্রিয়ার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন অ্যাডভোকেট মো. আল আমিন। তিনি নবদীক্ষিত মা ও ছেলের হাতে ইসলামিক বই ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেন। স্থানীয় মুসলমানরা তাঁদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং নতুন জীবনের পথচলায় তাঁদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি