ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
গতকাল বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচনী প্রস্তুতি বিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন উপলক্ষে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সদস্যের প্রশিক্ষণ ও নিয়োগ কার্যক্রম ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
শফিকুল আলম বলেন, “নির্বাচনকে ঘিরে নানা পাঁয়তারা হতে পারে, যাতে আইন-শৃঙ্খলার অবনতি হয়। এ ধরনের পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।”
নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য মোতায়েনের পরিকল্পনার কথা জানানো হয়েছে। এর মধ্যে আনসার সদস্য থাকবে প্রায় ৫ লাখ ৭০ হাজার এবং পুলিশের সংখ্যা হবে ১ লাখ ৪১ হাজার।
এছাড়া নির্বাচন পরিচালনায় পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে ডিসি, এসপি, ইউএনও ও থানার ওসিদের রদবদলের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়।
প্রধান উপদেষ্টা বলেছেন, “আগের নির্বাচনগুলো ছিল লোক দেখানো। এবার প্রকৃত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে, দরকার হলে রিহার্সাল নির্বাচনও করতে হবে।”
তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। ভোটের আগে ও পরে সহিংসতা প্রতিরোধে বাহিনীকে সাত দিনব্যাপী মোতায়েন রাখার বিষয়েও আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৮ থেকে ৩২ বছর বয়সি ভোটারদের জন্য আলাদা বুথ স্থাপন করা যায় কি না— সে বিষয়েও আলোচনা হয়েছে। তাছাড়া, অতীতে ক্ষমতাসীন দলের অধীনে যেসব কর্মকর্তারা নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেছেন, তাদের পরিবর্তে নতুন কর্মকর্তাদের মাধ্যমে এবারের নির্বাচন আয়োজনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। আলোচনায় দেশের ১৬ হাজার ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দিকনির্দেশনাও দেওয়া হয়।