বিজ্ঞাপন
বাংলাদেশ গত ৫৪ বছর ধরে নানা শাসন দেখেছে, বিশেষ করে গত ১৬ বছর ছিল চরম ফ্যাসিস্ট শাসনের সময়। আপনারা সব রাজনৈতিক দলকে দেখেছেন, আর এবার নতুন নেতৃত্বের সুযোগ এসেছে। আমরা নতুনভাবে আপনাদের সামনে এসেছি। আমাদের ওপর আস্থা রাখুন, আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি।”
বৃহস্পতিবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালের মুক্ত মঞ্চে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা ও পদযাত্রায় এসব কথা বলেন তিনি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে মাগুরা থেকে নেতৃবৃন্দ পদযাত্রা করে নড়াইলে এসে মুক্ত মঞ্চে পথসভায় যোগ দেন।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির নড়াইল জেলা শাখার প্রধান সমন্বয়ক লে. কে. এম. শাব্বির আহমেদ।
এতে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিন জারা, খুলনা অঞ্চলের পরিচালক মোল্যা রহমত উল্লাহ, জাতীয় যুবশক্তি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভা শেষে নেতৃবৃন্দ যশোরের উদ্দেশ্যে নড়াইল থেকে যাত্রা করেন।
-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি