বিজ্ঞাপন
ফরিদপুরে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। এতে ফরিদপুরের স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক মাসুদা সুলতানা, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, জেলা কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, ফরিদপুর দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুদ্দিন মল্লিকসহ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় শ্রম সচিব বলেন, “শ্রম আইন ২০০৬ অনুযায়ী বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পোশাক শিল্পসহ দেশের শিল্প খাতের অগ্রগতিতে কিছু দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, যা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি শ্রমিক নেতাদের উদ্দেশে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকার সবসময় শ্রমবান্ধব নীতিতে অঙ্গীকারবদ্ধ। সভায় শ্রমিক নেতারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, শ্রম সচিবও এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে, ফরিদপুর শহরের গোয়ালচামট সড়কে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক কার্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন শ্রম সচিব এএইচএম সফিকুজ্জামান।
প্রতিবেদক-রবিউল হাসান রাজীব, ফরিদপুর।