বিজ্ঞাপন
শনিবার (১২ জুলাই) ভোররাতে দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন হরিপুর ইউনিয়নের মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল।
পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে মেইন পিলার ৩৫৩-এর সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন আসকর আলী। এ সময় ভারতের ৮৭ বিএসএফের পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সীমান্ত এলাকায় ভিড় করেন।
এ বিষয়ে ওসি জাকারিয়া মণ্ডল বলেন, ‘বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলের কাছে অবস্থান করছি। বিএসএফ যদি লাশ হস্তান্তর করে, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
এদিকে, এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দেশের সীমান্তে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘ঘটনাটি দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন এলাকায় ঘটেছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
-মোঃহুমায়ুন কবির রেজা ঠাকুরগাঁও