বিজ্ঞাপন
আটককৃত ব্যক্তি হলেন শ্রী রঙ্গিলা রবিদাস (৩৫)। শুক্রবার (১১ জুলাই) দিবাগত মধ্যরাতে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মন্ডল পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দোকান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, মন্ডলপাড়া গ্রামের শ্রী হরিয়া দাসের ছেলে শ্রী রঙ্গিলা রবিদাস বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশের আড়ালে মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে যৌথ বাহিনীর সদস্যরা রঙ্গিলা রবিদাসের কীটনাশকের দোকানে অভিযান চালায়।
গ্রেপ্তারের পর রঙ্গিলা রবিদাসকে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হালিম রাজ জানিয়েছেন, মাদক মামলা রুজু করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
-মোঃ আমিনুল ইসলাম,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি