Logo Logo
বাংলাদেশ

বেলাবোতে ট্রাকচাপায় মুদি ব্যবসায়ী নিহত


Splash Image

নরসিংদীর বেলাবোতে মালবাহী একটি ট্রাকের চাপায় আলকাছ মিয়া (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলকাছ মিয়ার বাড়ি একই ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলকাছ মিয়া নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারে মুদি দোকান চালাতেন। সকালে দোকানের মালামাল কিনে ব্যাটারিচালিত একটি ভ্যানে করে বারৈচা বাজার থেকে ফেরার পথে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

-মো. এমরুল ইসলাম, মনোহরদী প্রতিনিধি

আরও পড়ুন

তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান