Logo Logo
বাংলাদেশ

উদয় শংকর ও রবি শংকরের পৈত্রিক ভিটা রক্ষায় নড়াইলের কালিয়ায় মানববন্ধন


Splash Image

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবি শংকরের পৈত্রিক ভিটা রক্ষার দাবিতে নড়াইলের কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (১৩ জুলাই) সকাল ১০টায় কালিয়া উপজেলার ঐতিহাসিক ডাকবাংলো চত্বরে স্থানীয় জনসাধারণ ও সুধীসমাজের উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা অভিযোগ করেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন এই ঐতিহ্যবাহী স্থানে সম্প্রতি দোকানঘর নির্মাণ শুরু হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদ হোসেন, ছাত্রনেতা রাকিবুল ইসলাম, তরিকুল ইসলাম, মেহেদী হাসান, ব্যবসায়ী উত্তম ঘোষ ও মিন্টু ঘোষ।

বক্তারা বলেন, “এই ডাকবাংলো চত্বর শুধু একটি সরকারি স্থাপনা নয়, এটি কালিয়ার প্রাণ, ইতিহাস ও সংস্কৃতির অংশ। এখানে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, প্রতিবছর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী চরক মেলা, শহীদ মিনার, এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত নামফলক।”

তারা আরও বলেন, “১৯৪৮ সালের দেশ বিভাগের সময় উদয় শংকর ও রবি শংকর ভারতে চলে গেলে তাদের পৈত্রিক বসতভিটা সরকার অধিগ্রহণ করে। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণের দায়িত্ব নেয়। কিন্তু এখন সেই ঐতিহাসিক ভিটার উত্তর পাশে দোকানঘর নির্মাণ করা হচ্ছে, যা ঐতিহ্য বিনষ্টের শামিল।”

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করে বিকল্প স্থানে দোকানঘর নির্মাণের দাবি জানান।

-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম