Logo Logo
অপরাধ

“আমার ক্ষমতার শিকড় ৮০ হাত মাটির নিচে” — কনস্টেবলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ


Splash Image


বিজ্ঞাপন


বরিশালের বাকেরগঞ্জ থানার পুলিশ কনস্টেবল (বকসী) মোঃ জহিরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও সেবাগ্রহণে হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি থানায় নিজের প্রভাব খাটিয়ে সেবা প্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায় করে থাকেন, এমনকি প্রকাশ্যে দম্ভভরে বলেন — “আমার ক্ষমতার শিকড় ৮০ হাত মাটির নিচে”।

দীর্ঘদিন একই থানায়, প্রশ্ন উঠেছে বদলির আদেশ কার্যকরে বাধা নিয়ে

পুলিশ বিভাগে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর বদলির নিয়ম থাকলেও কনস্টেবল জহিরুল ইসলাম দুই বছরের বেশি সময় ধরে একই থানায় বকসি হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র জানায়, পূর্বে বরিশাল থেকে ভোলা ও পিরোজপুরে তার বদলির আদেশ হলেও, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ’ করে তিনি বর্তমান কর্মস্থলেই থেকে গেছেন।

স্থানীয় একাধিক ভুক্তভোগীর অভিযোগ, থানা থেকে মামলা কিংবা রিকল কাগজ তুলতে হলে প্রতি কপি বাবদ ১,০০০ টাকা দিতে হয়। আসামি চালানের সময় নেওয়া হয় ‘গাড়িভাড়া’ হিসেবে জনপ্রতি ৫০০ টাকা। এসব টাকা না দিলে সংশ্লিষ্ট কার্যক্রম বিলম্বিত বা জটিল করে তোলেন কনস্টেবল জহিরুল।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক সেবাগ্রহীতা বলেন, “তার সাথে টাকা ছাড়া কোনো কথা হয় না। কথা বললেও খারাপ ব্যবহার করেন। আমরা থানায় ন্যায়বিচার চাইতে যাই, অথচ হয়রানির শিকার হই।”

বাকেরগঞ্জ বাজারের পুলিশ সুপার মার্কেটের ভাড়ার অর্থ উত্তোলনে অনিয়মের অভিযোগও রয়েছে জহিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ আছে, উপজেলার বিভিন্ন ইটভাটা মালিকদের কাছ থেকে মাসিক চুক্তিতে গোপনে চাঁদা নেন তিনি। বিষয়টি স্থানীয় পর্যায়ে একরকম ওপেন সিক্রেট।

তার প্রতিক্রিয়া: “সংবাদে কিছু আসে যায় না”

এ ব্যাপারে বক্তব্য জানতে চেয়ে কনস্টেবল জহিরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। পরে তিনি বলেন, “সংবাদ প্রকাশ করলেও কিছু আসে যায় না, আমার ক্ষমতার শিকড় ৮০ হাত মাটির নিচে।”

তদন্ত দাবি সচেতন মহলের

এমন অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা দাবি জানান, সংশ্লিষ্ট প্রশাসন যেন দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়।

-বরিশাল প্রতিনিধি, জাহিদুল ইসলাম

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ