বিজ্ঞাপন
রবিবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে পাথরঘাটা পৌর শহরের কেএম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেএম স্কুলের দুই শিক্ষার্থী খেলতে গিয়ে বন্ধ আদালত ভবনের ভেতরে প্রবেশ করে। যদিও ভবনের কাঁচি গেট তালাবদ্ধ ছিল, তবে নিচ দিয়ে শিশুদের প্রবেশের মতো একটি ফাঁকা জায়গা ছিল। ভবনের সিঁড়িতে ফুলে-ফেঁপে ওঠা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা ভয়ে সরে আসে এবং বিষয়টি অন্য শিক্ষার্থীদের জানায়। পরে খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত যুবকের আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছর। পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও সবুজ রঙের টি-শার্ট। তার পাশে পাওয়া গেছে একটি পানির বোতল ও দুই বেল্টের একটি স্যান্ডেল। গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা ঘটেছে এক সপ্তাহ আগেই; লাশটি পচে-গলে অনেকটাই বিকৃত হয়ে গেছে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “মৃত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ সংক্রান্ত কোনো মিসিং ডায়েরিও এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। যদি তা সম্ভব না হয়, তবে আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফন করা হবে।
-ইব্রাহীম খলীল, পাথরঘাটা