Logo Logo
বাংলাদেশ

খুলনায় অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার


Splash Image


বিজ্ঞাপন


খুলনায় পুলিশ পরিচয়ে অপহরণের শিকার হওয়া খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে অপহরণের প্রায় ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর সুশান্ত কুমারকে খুলনা সদর থানায় এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪নং ঘাট ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকার নাসিমার চায়ের দোকান থেকে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়। অপহরণের পরপরই পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রটি।

এ ঘটনায় ওই কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে রেজা এবং বাবু মণ্ডল নামে দুই ব্যক্তির নাম উল্লেখ করেন তিনি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, অপহরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে খুলনা সদর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুশান্তকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান, রাত সাড়ে ১২টার দিকে খুলনা থানা পুলিশের অনুরোধে তেরখাদা থানা পুলিশ অভিযান চালায়। এ সময় বিআরবি মাঠ থেকে এক ব্যক্তিকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অপহরণের পেছনে মূল কারণ নির্ধারণ করা না গেলেও, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

স্থানীয়দের বক্তব্য ও পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, সুশান্ত মজুমদারকে চাঁদার দাবিতে অপহরণ করা হয়েছিল এবং অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে ট্রলারে করে নদী পার করে অন্য প্রান্তে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ