Logo Logo
খেলা

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কিং কোহলি


ভোরের বাণী

Splash Image


বিজ্ঞাপন


ভারতীয় ক্রিকেটে এক যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করা ব্যাটিং মহারথী বিরাট কোহলি অবশেষে সাদা পোশাককে বিদায় জানালেন। সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত কোহলি নিজেই ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। যদিও আগেই এই সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়েছিলেন, তবু বোর্ডের শীর্ষ কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। কিন্তু 'কিং কোহলি' তার সিদ্ধান্তে ছিলেন অনড়।

কোহলি লেখেন, “১৪ বছর আগে প্রথমবার যখন টেস্টের নীল ব্যাগি টুপি পরেছিলাম, তখন বুঝতে পারিনি এই ফরম্যাট আমাকে কতটা বদলে দেবে। টেস্ট ক্রিকেট আমাকে পরীক্ষা নিয়েছে, গড়েছে, শিখিয়েছে। আজীবন এই শিক্ষা বহন করে যাব।”

তার মতে, সাদা পোশাকে খেলার অভিজ্ঞতা ছিল গভীর ও ব্যক্তিগত। “শান্ত পরিবেশে, দীর্ঘ সময় ধরে খেলা টেস্ট ক্রিকেটের প্রতিটি মুহূর্ত হয়তো ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু সেগুলোই হৃদয়ে চিরকাল থেকে যাবে,” বলেন কোহলি।

টেস্টে ভারতের হয়ে ১২৩টি ম্যাচে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন কোহলি। ৩০টি সেঞ্চুরি ও ৩১টি অর্ধ-শতকের মালিক তিনি। শুধু ব্যাটিং নয়, নেতৃত্ব দিয়েও টেস্টে ভারতের সাফল্যের ধারাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তার অধিনায়কত্বে ভারত জিতেছে ৪০টি টেস্ট, যা এখনো ভারতের সর্বোচ্চ।

তবে সাম্প্রতিক পারফরম্যান্স ছিল কিছুটা হতাশাজনক। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ টেস্টে ৯ ইনিংসে মাত্র ১৯০ রান করেছিলেন কোহলি, গড় ছিল ২৩.৭৫। সমালোচনার ঝড় ওঠে। অনেকেই তখন প্রশ্ন তোলেন, কোহলি টেস্টে আর আগের মতো কি পারফর্ম করতে পারবেন?

বিসিসিআই যদিও চেয়েছিল, কোহলি আরও কিছু সময় থেকে যাক, তবুও কোহলি জানিয়ে দেন—এবার সময় হয়েছে নতুন অধ্যায় শুরু করার।

তার এই সিদ্ধান্তে ক্রীড়াজগতজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই দুঃখপ্রকাশ করছেন, কেউ কেউ তাকে ধন্যবাদ জানাচ্ছেন টেস্ট ক্রিকেটে সাহসিকতা, নেতৃত্ব ও ধারাবাহিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করার জন্য।

সার্বিকভাবে, কোহলির টেস্ট অবসর ভারতীয় ক্রিকেটে এক যুগের সমাপ্তি টানল। ভবিষ্যতে হয়তো কোহলি সীমিত ওভারের ক্রিকেটে আরও কিছু সময় খেলবেন, তবে লাল বলের ক্রিকেটে তার অনুপস্থিতি দীর্ঘদিন অনুভূত হবে।

আরও পড়ুন

কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ