Logo Logo
বাংলাদেশ

বকশীগঞ্জে অটোভ্যান-ভটভটির সংঘর্ষে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু


Splash Image

টিকরকান্দি বাজারে মেয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ৬০ বছরের ছারভান বিবি


বিজ্ঞাপন


জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছারভান বিবি (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে বকশীগঞ্জ-শেরপুর সড়কের টিকরকান্দি বাজারে ব্যাটারিচালিত অটোভ্যান ও সেলো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র ও নিহতের পরিবার জানায়, ছারভান বিবি নতুন টুপকারচর গ্রামের হজর আলীর স্ত্রী। তিনি ব্যাটারিচালিত অটোভ্যানে করে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে টিকরকান্দি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছারভান বিবি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আহম্মেদ জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

-মোঃ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ