Logo Logo
জাতীয়

‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘোষণা দিলেন এনসিপি নেতা সারজিস আলম


Splash Image

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম ‘মার্চ টু গোপালগঞ্জ’ শিরোনামে একটি পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কর্মসূচির কথা জানান তিনি।

সারজিস আলম লেখেন, “জুলাইয়ের প্রথম প্রহর থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করে আসছে এনসিপি। এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে আমাদের প্রতিনিধি দল।”

পরে নিজের স্ট্যাটাসের মন্তব্য ঘরে তিনি লেখেন, “আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।”

দলটির নেতাদের দাবি, ‘দেশ গড়তে পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ঘুরে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন তারা। এই পদক্ষেপের লক্ষ্য—রাজনীতিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ