Logo Logo
জাতীয়

গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বাড়তি সতর্কতা, কয়েক স্তরের নিরাপত্তা


Splash Image

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে জেলা জুড়ে বইছে ব্যস্ততা। কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে একদিকে যেমন চলছে ব্যাপক প্রস্তুতি, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।


বিজ্ঞাপন


শহরের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বুধবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে অনুষ্ঠিতব্য সমাবেশকে ঘিরে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।

গোপালগঞ্জে আগত এনসিপি কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা এবং নাহিদা সারোয়ার নিভা। তারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ সমাবেশে বক্তব্য রাখবেন।

দলীয় সূত্র বলছে, ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছে এনসিপি। সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মীর উপস্থিতির প্রত্যাশা করছে আয়োজকরা। প্রস্তুতির অংশ হিসেবে সভাস্থলে সাফসুতরো কার্যক্রম, ব্যানার টানানো এবং মঞ্চ নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে।

সভাস্থল ঘুরে দেখা যায়, উন্মুক্ত মঞ্চ এলাকাজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগাছা পরিষ্কার, ময়লা অপসারণ এবং ব্যানার সজ্জায় ব্যস্ত কর্মীরা। পাশে টহল দিচ্ছে পুলিশ ও এপিবিএনের সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এনসিপির জেলা নেতারাও সার্বিক প্রস্তুতির তদারকিতে রয়েছেন।

এ প্রসঙ্গে এনসিপি গোপালগঞ্জ জেলা শাখার সদস্য মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ) বলেন, “জেলায় এনসিপির প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ ঘটনা। অন্যান্য জেলার তুলনায় এখানে এর আলাদা গুরুত্ব রয়েছে। আমরা কোনো সহিংসতা চাই না। সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাবেশের প্রত্যাশা করছি।”

একইসঙ্গে দলের গোপালগঞ্জ জেলা যুগ্ম-সমন্বয়কারী শাকিল মিয়া বলেন, “কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। সমাবেশ শেষে তারা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।”

নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, “প্রচুর পরিমাণে নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৬০০ সদস্য মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও মাঠ পর্যায়ে কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।”

সামগ্রিকভাবে, গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা সতর্কতা এবং সংগঠনিক তৎপরতার এক সমন্বিত চিত্র।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ