বিজ্ঞাপন
বুধবার সকাল সাড়ে ১০টায় জামালপুর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন—জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩২) এবং গামারিয়া এলাকার মো. আসাদুজ্জামানের ছেলে মো. আবুল খায়ের (২২)।
র্যাব জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস শনাক্ত করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়িটির ভেতর থেকে ৪ লাখ ৭৪ হাজার পিস ভারতীয় জিলেট ব্লেড জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৭০ হাজার টাকা। অভিযানে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার বলেন, "এই ধরনের বিদেশি পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করিয়ে বাজারজাত করার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই। র্যাবের পক্ষ থেকে এমন চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"
গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
-জামালপুর প্রতিনিধি