Logo Logo
জাতীয়

রণক্ষেত্র গোপালগঞ্জ : এনসিপির গাড়ি বহরে হামলা, আহত বহু


Splash Image

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কেন্দ্রীয় কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা—যারা বর্তমানে নিষিদ্ধ ঘোষিত হিসেবে বিবেচিত।


বিজ্ঞাপন


বুধবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এনসিপির নেতারা গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাওয়ার পথে এ অবরোধ ও সহিংসতার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চঘাট এলাকায় হঠাৎ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে কয়েক রাউন্ড রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ ও সেনাবাহিনীকে তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

সংঘর্ষ চলাকালে অন্তত কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও উভয় পক্ষের কয়েকজন সদস্যকে হাসপাতালে নিতে দেখা গেছে।

ঘটনার পর স্থানীয় জনমনে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ