Logo Logo
বাংলাদেশ

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ


Splash Image

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে দলটির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)


বিজ্ঞাপন


বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, “আ.লীগ গোপালগঞ্জকে তাদের পূনর্বাসনের জায়গা হিসেবে তৈরি করার পায়তারা করছে। তাদের প্রতিহত করার জন্য সারা বাংলাদেশ থেকে কর্মসূচি আসছে। আমরা এর মাধ্যমে জানান দিতে চাই নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো ঠাঁই বাংলার জমিনে নেই।”

বিক্ষোভকারীরা রাজনৈতিক সহিংসতা এবং গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদ জানায়। তারা দ্রুত দোষীদের বিচারের দাবি জানান।

আজ বুধবার বিকেলে এই অবরোধ কর্মসূচি পালন করে তারা।প্রায় আধাঘন্টা অবরোধ কর্মসূচি পালনের পর জনদুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ তুলে নিয়েছেন বলে জানিয়েছেন অবরোধকারীরা।

-মোঃআশিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ