বিজ্ঞাপন
পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) রাত ২টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলামের দিকনির্দেশনায় পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই শ্রীবাস গাইন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
এ সময় চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ দখল, অস্ত্রধারণ, মাদক ব্যবসা ও বালু চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের ধরতে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে চিহ্নিত চাঁদাবাজ সালমান শাহকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ৪ জুন পাংশা মডেল থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
-রাজবাড়ী প্রতিনিধি