বিজ্ঞাপন
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের কলেজ মোড় এলাকায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় ব্রাঞ্চ ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পথচারী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ সময় ঝালকাঠি জেলার প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না বলেন, “আমরা আর রক্ত দিতে চাই না। গোপালগঞ্জের হামলার প্রতিবাদে আমরা ঝালকাঠি-বরিশাল মহাসড়ক অবরোধ করেছি। এরপর বিকেলে ধামরাইতেও একইভাবে প্রতিবাদ জানিয়েছি।”
গণঅধিকার পরিষদের ঝালকাঠি জেলা যুগ্ম সম্পাদক ও ঝালকাঠি-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাহামুদুল ইসলাম সাগর বলেন,
“জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে আমরা কলেজ মোড়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করে পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছি।” অবরোধ ও বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রাইয়ান বিন কামাল, মোহাম্মদ মিরাজ হোসেন, ইফতি, লিখন, লিমা, রেজাউল ইসলাম রাজাসহ আরও অনেকে।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি