Logo Logo
বাংলাদেশ

জুলাই যোদ্ধাদের পদযাত্রায় হামলার প্রতিবাদে নড়াইলে জামায়াত ও ছাত্র-জনতার বিক্ষোভ


Splash Image

গোপালগঞ্জে জুলাই যোদ্ধা এনসিপির কেন্দ্রীয় নেতাদের পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের বাধা ও নৃশংস হামলার প্রতিবাদে নড়াইলে পৃথকভাবে জামায়াতে ইসলামী এবং ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জেলা জামায়াতের উদ্যোগে নড়াইল চৌরাস্তা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে শেষ হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমীর আতাউর রহমান বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলা চরম নিন্দনীয় ও নেক্কারজনক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ঘটনায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা আরও বলেন, দেশের মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত ও অপসারণ করা জরুরি।

অপরদিকে ছাত্র-জনতার আয়োজনে সকাল সাড়ে ১০টায় নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে সমাবেশে মিলিত হয়। বক্তারা গোপালগঞ্জে পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিক্ষোভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফারহাদ রানা, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আল মামুন, সদর উপজেলা সংগঠক শাহারুল আলম, জেলা সদস্য সাদাব আলম, উপজেলা সদস্য আকাশ শেখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ