বিজ্ঞাপন
এসব ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীসহ মোট ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
জেলা পুলিশ জানিয়েছে, বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে শুরু করে বৃহস্পতিবার (১৭ জুলাই) পর্যন্ত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। তাদের মধ্যে সেনাবাহিনী আটক করেছে ১৫ জন এবং পুলিশ ৫ জনকে আটক করেছে।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ড. রুহুল আমিন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গতকাল থেকে আজ পর্যন্ত যৌথ অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী ১৫ জনকে এবং পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। সবাইকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”