Logo Logo
জাতীয়
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম

‘আমরা আবারও গোপালগঞ্জে যাব, প্রতিটি ঘরে ঘরে তুলব পতাকা’


Splash Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গোপালগঞ্জে আবার কর্মসূচি নিয়ে ফিরবেন তারা। তার দাবি, জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলা ও গ্রামে কর্মসূচি করবেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন,

‘গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ কোনো পক্ষের হবে না, হবে বাংলাদেশপন্থিদের।’

নাহিদ আরও উল্লেখ করেন, গোপালগঞ্জ ও সারা দেশকে তিনি ‘মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ’ থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তার অভিযোগ, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গোপালগঞ্জবাসীর জীবনকে বিপন্ন করেছে এবং মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে।

এনসিপি আহ্বায়ক দাবি করেন,

‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এতে চারজনের মৃত্যুর খবর পেয়েছি। কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।’

তার মতে, ছাত্রলীগসহ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জে হামলায় জড়িত ছিল। প্রশাসন ও গোয়েন্দা সংস্থার গাফিলতিকে তিনি দায়ী করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন,

‘আমরা শহীদদের গোপালগঞ্জ পুনরুদ্ধার করব। ফরিদপুরে পদযাত্রায় দেখা হবে।’

-এমকে

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ