Logo Logo
জাতীয়

‘জুলাই পদযাত্রায়’ রণক্ষেত্র গোপালগঞ্জ, গুলিতে গুরুতর আহত সাংবাদিক সুব্রত সাহা


Splash Image

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে ঘটে যাওয়া ভয়াবহ সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক সুব্রত সাহা ।


বিজ্ঞাপন


বুধবার, ১৬ জুলাই সংঘটিত ওই ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় বাপ্পী সাহা গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সহিংস ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক বাপ্পী সাহার পিঠ, ঘাড় এবং মাথায় গুলি লাগে। আহত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, পিঠে লাগা গুলির কয়েকটি অপারেশনের মাধ্যমে বের করা গেলেও মাথায় থাকা গুলিগুলো এখনও শরীরে রয়ে গেছে। বিশেষ করে ঘাড়ে লেগে থাকা একটি গুলি তার কণ্ঠনালীর ভেতরে আটকে আছে, যার কারণে তিনি বর্তমানে কথা বলতেও পারছেন না।

চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় থাকা গুলিগুলোর অবস্থান জটিল ও ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে অপসারণ করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গতকাল বুধবার, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ আয়োজন করে দলটি। কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা তৈরি হয় এবং পরে তা রূপ নেয় সহিংস সংঘর্ষে। সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। আহতদের মধ্যে রয়েছেন রাজনৈতিক কর্মী, পথচারী ও সাংবাদিকরাও।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ