Logo Logo
জাতীয়

ফের গোপালগঞ্জে কারফিউ জারি, প্রশাসনের কড়া নজরদারি


Splash Image

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’কে কেন্দ্র করে সংঘটিত ভয়াবহ সহিংসতার পর জেলা প্রশাসন গোপালগঞ্জ জেলায় পুনরায় কারফিউ জারি করেছে।


বিজ্ঞাপন


জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা হতে আগামীকাল (শুক্রবার) দুপুর ১১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। তবে দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এর আগে গতকাল রাতে কারফিউ জারি করা হলেও আজ নতুন করে পুনরায় কারফিউ আরোপ করা হয়েছে পরিস্থিতির অবনতি ও উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জেলা ব্যাপ্তি ১৫ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।

আরও পড়ুন

কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত