Logo Logo

ফ্রি ইন্টারনেট

আগামীকাল বিনামূল্যে ইন্টারনেট, জানুন পাবেন কিভাবে


Splash Image

আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দেশের সব মোবাইল গ্রাহক পাবেন ১ জিবি ফ্রি ইন্টারনেট। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে। গ্রাহকরা এই ডেটা পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যে সকল মোবাইল অপারেটরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে ১৮ জুলাই গ্রাহকদের এক জিবি ফ্রি ডেটা দেওয়া হবে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এই নির্দেশ পাঠানো হয়েছিল।

ফ্রি ইন্টারনেট যেভাবে পাওয়া যাবে:

ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807# নম্বরে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল থেকে ফ্রি ডেটা সক্রিয় হবে এবং পাঁচ দিন পর্যন্ত এটি ব্যবহার করা যাবে।

-এমকে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...