Logo Logo
ক্যাম্পাস

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত


Splash Image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)বরিশাল ক্যাম্পাসে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস।


বিজ্ঞাপন


দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১৭ জুলাই)সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক শোকর‍্যালি বের হয়।র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে অনুষদীয় অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুলাই শহীদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মামুন অর রশিদ। সঞ্চালনা করেন প্রভাষক আমীর হামজা মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মধ্যে ডিভিএম ১৯ ব্যাচের শিক্ষার্থী সাদাফ মেহেদী বলেন," যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, আওয়ামীলীগ আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছে সেই সংগঠন এই বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই।জুলাই আমাদের শিক্ষা দিয়েছে—বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম কখনোই থেমে থাকবে না।জুলাইয়ের রক্ত যেন বৃথা না যায়।"

অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড.খন্দকার জাহাঙ্গীর আলম বলেন," জুলাইয়ের এ গণ-অভ্যুত্থানের ঘটনা বাংলাদেশের একটি অবিস্মরণীয় ঘটনা।তৎকালীন ছাত্র সংগঠন একদফা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটায়। এই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সকল শহীদ ও আহতদের শ্রদ্ধাসহ স্মরণ করে সকলকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাই।"

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন," জুলাইয়ের এ আন্দোলনে মাত্র ৩৬ দিনে প্রায় ২ হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজারেরও বেশি আহত হয়েছেন। তিনি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও জুলাইয়ের আন্দোলনে সবাই যেমন ঐক্যবদ্ধ ছিলো, তেমনি কোনো গুজবে কান না দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।"

এছাড়াও অনুষ্ঠানে জুলাই বিপ্লবে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীদের অবদান ও বিভিন্ন কর্মসূচি উপর একটি প্রামাণ্যচিত্র ও প্রদর্শিত হয়।

সর্বোপরি, অনুষদীয় কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্নার মাগরিফাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।

আরও পড়ুন

কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত