বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে জমা দেওয়া পুলিশের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জ জেলায় বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বুধবার সেনাবাহিনী ও পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে শান্ত করার চেষ্টা করলেও তারা কোনো নির্দেশ মানেনি। বরং ইট-পাটকেল ছোড়া এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ, সেনাবাহিনী ও এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
এছাড়া দুর্বৃত্তরা গোপালগঞ্জ জেলা কারাগারসহ একাধিক সরকারি স্থাপনায় হামলা চালায়। এসময় সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ৪৫ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।
-গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ শিহাব উদ্দিন