বিজ্ঞাপন
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় রাজবাড়ী শহরের বিনোদনপুরে টুটুলের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রেফতারকৃত সাংবাদিক আহসান হাবীব টুটুলের ছেলে শুভ ও মেয়ে লামিয়া শুরভী। তারা অভিযোগ করে বলেন, গত ১ জুলাই ভোরে বিনোদনপুরের নিজ বাড়ি থেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মাদক মামলায় গ্রেফতার করে আমাদের বাবাকে জেলে পাঠানো হয়েছে। এই মামলা সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের ফল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বাবার মুক্তি দাবি করছি।
তারা আরও বলেন, আমাদের পরিবারের অনেকেই দেশে ও বিদেশে সাংবাদিকতার মতো মহৎ পেশায় নিয়োজিত আছেন এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সেই পরিবারের একজন সদস্য হয়ে আমাদের বাবা কোনোভাবেই মাদকের মতো ঘৃণ্য কাজে জড়িত থাকতে পারেন না। প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার হয়ে বাবাকে এই মামলায় জড়ানো হয়েছে। আমাদের বাবা রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দীর্ঘ ৩২ বছর বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনে সুনামের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি তিনি নানা জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার হওয়া সাংবাদিকের পিতা মরহুম মোহাম্মদ সানাউল্লাহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের প্রবীণ সাংবাদিক ছিলেন। তিনি স্বাধীনতার আগে দৈনিক পূর্ব পাকিস্তান এবং স্বাধীনতার পর দৈনিক বাংলা, যুগান্তর, সমকাল, বিডিনিউজ২৪সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ছিলেন। সাংবাদিকতায় অবদানের জন্য মৃত্যুর এক বছর আগে, ২০২২ সালের ৩০ মে, তিনি সম্মাননা লাভ করেন।
এছাড়া টুটুলের ছোট ভাই আহসান রাজীব বুলবুল কানাডা প্রবাসী আন্তর্জাতিক সাংবাদিক। তিনি কানাডার স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বাংলাদেশের দৈনিক সমকাল এবং শীর্ষস্থানীয় ডিজিটাল চ্যানেল চ্যানেল আই-এর কানাডা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং টেলিভিশন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।