Logo Logo

সুনামগঞ্জ বাঁশঝাড়ের নিচ থেকে নবজাতক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


Splash Image

সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী মধ্যনগর উপজেলায় পরিত্যক্ত বাঁশঝাড়ের নিচ থেকে এক নবজাতক মেয়ে শিশু উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। তার অভিভাবকের পরিচয় না পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাকাতলা রাস্তার পূর্বপাশ থেকে শিশুটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় বাকাতলার মোড়ের পাশে বাঁশঝাড়ের বালুময় উঁচু স্থানে নবজাতক শিশুর কান্না শুনতে পান স্থানীয় লোকজন। পরে তারা এগিয়ে গিয়ে একটি কাপড়ে মোড়ানো ফুটফুটে মেয়ে শিশুকে দেখতে পান। শিশুটিকে উদ্ধার করে বাঙ্গালভিটা গ্রামের পল্লী চিকিৎসক মোস্তফা কামালের স্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। এরপর থেকে তিনি মাতৃছায়ায় শিশুটির যত্ন নিচ্ছেন।

পল্লী চিকিৎসক মোস্তফা কামাল জানান, প্রকৃত পিতামাতা সামনে এলে প্রশাসনিক সহায়তায় শিশুটিকে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, সমাজসেবা অফিসারের সমন্বয়ে মাইকিং করা হবে। তাতেও কেউ না এলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...