Logo Logo
বাংলাদেশ

চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দকুড়া মণ্ডলিয়াপাড়া ইউনিয়নের কেরেঙ্গাপাড়া গ্রামের হতদরিদ্র দম্পতি আমজাদ হোসেন ও ফজিলা খাতুনের দ্বিতীয় সন্তান ছিলেন জুলাই আন্দোলনে নিহত আসিফুর রহমান আসিফ (১৭)।


বিজ্ঞাপন


গত বছরের ১৯ জুলাই ২০২৪, শুক্রবার। ঢাকা মিরপুরে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ‘জুলাই আন্দোলন’-এর সময় সন্ধ্যা ৬টার দিকে গুলিবিদ্ধ হয়ে রাত ৯টা ৪০ মিনিটে প্রাণ হারান গার্মেন্টস কর্মী আসিফ। তার মৃত্যুতে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।

এক বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি আসিফের পরিবার। দোষীদের শাস্তি না হওয়ায় হতাশা আর কষ্টে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

আসিফের মা ফজিলা খাতুন (৪০) চোখের জল মুছতে মুছতে বলেন,

“দেশতো এখন ঠান্ডা হইছে, কিন্তু আমার পুলা আসিফ আর ফিরে আসলো না। আমার পুলার কী অপরাধ ছিল? সে তো কারও ক্ষতি করে নাই, তাহলে তাকে গুলি করে মারলো কেন?”

স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ ছিলেন ঢাকা মিরপুরের একটি পোশাক কারখানার শ্রমিক। কিন্তু আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। মৃত্যুর পর সরকারিভাবে কিছু সহায়তা পেলেও, বিচার এখনও অধরাই রয়ে গেছে।

পরিবারের দাবি, অন্তত দোষীদের শাস্তি হোক। কিন্তু দীর্ঘ এক বছর পার হলেও তদন্ত কিংবা বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

আসিফের পরিবার ও এলাকাবাসীর একটাই আহ্বান—

“দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। যাতে আর কোনো মা তার সন্তান হারিয়ে এভাবে কাঁদতে না হয়।”

-সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী (শেরপুর প্রতিনিধি)

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ