Logo Logo

গোপালগঞ্জ

রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, নদীপথে টহল জোরদার


Splash Image

গোপালগঞ্জে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, সম্প্রতি এনসিপি নেতৃবৃন্দের উপর সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা দিন-রাত টহল দিচ্ছে। সন্দেহভাজন নৌযানে তল্লাশি, যাত্রীদের পরিচয় যাচাই এবং সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

-মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...