Logo Logo

মানবিক সহায়তা চাইল পরিবার

মিরপুরের সাওতুল হেরা মাদ্রাসার ছাত্র তাজ নিখোঁজ, ১২ দিনেও কোনো খোঁজ নেই!


Splash Image

ছবি- মোঃ শামসুল আলম (তাজ), নিখোঁজ।

রাজধানীর মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকার সাওতুল হেরা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোঃ শামসুল আলম তাজ গত ৭ জুলাই ২০২৫ (সোমবার), আছরের নামাজের পর হঠাৎ নিখোঁজ হন


বিজ্ঞাপন


প্রায় ১২ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবার ও স্বজনরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

নিখোঁজ শামসুল আলম তাজ-এর বয়স ১৩ বছর। তিনি সাওতুল হেরা মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করছিলেন এবং ইতোমধ্যে ১৪ পারা কুরআন মুখস্থ সম্পন্ন করেছেন। তার পিতার নাম মোঃ টুলু মুন্সি।

ছেলের সন্ধানে ইতোমধ্যে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও কোথাও তার কোনো হদিস মেলেনি। পরিবার সকলের কাছে মানবিক সহায়তা ও দোয়া কামনা করেছে।

কারও কাছে যদি শামসুল আলম তাজ সম্পর্কে কোনো তথ্য থাকে, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে:

📞 ০১৬৪০-১৫৪৯২৫

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে— ইনশাআল্লাহ আপনার একটি শেয়ার, একটি ফোন কল হয়তো এই দুশ্চিন্তাগ্রস্ত পরিবারকে তাদের সন্তানকে ফিরে পাওয়ার আশায় সাহস জোগাতে পারে ।

-মুন্সী শাকের আহমেদ, বিশেষ প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...