ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
সফরকালে তিনি এখানকার নৌকা কিনতে এবং ভবিষ্যতে নৌকা তৈরির শিল্পে আলজেরিয়ার পক্ষ থেকে বিনিয়োগের আগ্রহের কথা জানান।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে রাষ্ট্রদূত সাইদানি নেছারাবাদের আটঘর কুড়িয়ানার ঐতিহাসিক ভাসমান নৌকারহাট ঘুরে দেখেন। এ সময় তিনি ট্রলারে করে হাট পরিদর্শন করেন এবং স্থানীয় নৌকা নির্মাণশিল্প সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। পরে তিনি ছারছীনা দরবার শরীফে যান এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।
রাষ্ট্রদূতের সফরে তার সঙ্গে ছিলেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।
পরিদর্শন শেষে আবদেলোহাব সাইদানি বলেন, “নেছারাবাদের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী নৌকারহাট দেখে আমি মুগ্ধ। আমরা এখানকার নৌকা কিনতে আগ্রহী এবং ভবিষ্যতে এই শিল্পে আলজেরিয়ার পক্ষ থেকে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।”
তিনি স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...