বিজ্ঞাপন
‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে।
গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস হিসেবে ১৯ জুলাইকে স্মরণে রাখার জন্য আজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে একটি মিউজিক্যাল ভিডিও। যার থিম সং হিসেবে ব্যবহার করা হবে— ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’।
কর্মসূচি অনুযায়ী আজই প্রচারিত হবে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ শিরোনামের ডকুমেন্টারির পঞ্চম পর্ব। সেই সঙ্গে একজন ‘জুলাই যোদ্ধা’র স্মৃতিচারণমূলক ভিডিওও প্রকাশ করা হবে। অনুষ্ঠানমালার সকল ভিডিও কনটেন্ট প্রচারিত হবে সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে। একইসঙ্গে দেশের সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওগুলোর ইউআরএল পাঠানো হবে।
এদিন রাজধানীর সাভারে শহীদদের স্মরণে একটি জনসমাবেশের আয়োজনও করা হয়েছে।
এছাড়া ১৯ জুলাই উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রদর্শিত হবে ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’, ‘আবরার ফাহাদ’ ও ‘আয়নাঘর স্টোরিজ’-সহ জুলাই বিষয়ক বিভিন্ন প্রামাণ্য চলচ্চিত্র।
এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং জনগণের মাঝে গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...