Logo Logo

সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন


Splash Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনটি করেন তারা।


বিজ্ঞাপন


মানববন্ধন শেষে র‍্যালি নিয়ে প্রশাসন ভবনের সামনে আসে সংগঠনটির নেতা- কর্মীরা।

মানববন্ধনে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, মিথুন এবং রাকিব হাসান স্বাক্ষরসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী।

মানববন্ধনে সাহেদ আহমেদ বলেন, 'আমার ভাই সাজিদের মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানায়। কোষাধ্যক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, নতুন অর্থবছর শুরু হয়েছে। অর্থের কোন অভাব নেই। শিক্ষার্থীদের প্রয়োজনে যা কিছু প্রয়োজন তার সবই আপনাদের করতে হবে। আপনাদের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে আসিনি, আমাদের জন্য আপনারা এখানে এসেছেন।'

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ’র মরদেহ উদ্ধার করা হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

-ইদুল হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...