প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন আয়োজনের বিষয়ে সকলকে আশ্বস্ত করে তিনি জানান, "প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিনও পেছানো হবে না।"
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
শফিকুল আলম বলেন, “নির্বাচন ঠিক যে সময় ঘোষণা করা হয়েছে, ঠিক সেই সময়েই হবে। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ এবং সুন্দরতম একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।”
পিআর পদ্ধতি ও রাজনৈতিক সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। ব্রাজিলসহ বিভিন্ন দেশে এসব বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ২ থেকে ৪ বছর সময় লেগে যায়। অথচ আমাদের দেশে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই একাধিক দফায় বৈঠক করেছে এবং অনেক বিষয়ে দ্রুত সময়ের মধ্যেই ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়েছে। আলোচনা পর্ব শেষ হলে জুলাইতে সব চূড়ান্তভাবে সাইন করা হবে। এরপরই নির্বাচনী প্রস্তুতি শুরু হবে।”
জুলাই সনদ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই, এ ধরনের কাঠামোগত পরিবর্তন আনতে অনেক সময় লাগে। তবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এই বিষয়ে বারবার আলোচনায় বসছে। আশা করি, খুব শিগগিরই ‘জুলাই সনদ’ আসবে।”
তিনি আরও বলেন, “এই যে ‘গোল্ডেন জেনারেশন’ হাসিনার মতো একজন স্বৈরাচারী শাসককে ক্ষমতা থেকে সরাতে পেরেছে, তারা নিশ্চয়ই দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। তারাই দেশকে পুনর্গঠনের নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে শফিকুল আলম ছাড়াও লেখক, সাংবাদিক, শিল্পী ও উদ্যোক্তাসহ আরও ১০ জন বিশিষ্ট বক্তা উপস্থিত ছিলেন। টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন শিক্ষার্থী ও তরুণ সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...