Logo Logo
জাতীয়

গোপালগঞ্জে রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি


Splash Image

প্রতিকী ছবি, গোপালগঞ্জ ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জ জেলায় রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী উল্লিখিত সময় ও স্থানে যে কোনো ধরণের সভা, মিছিল, সমাবেশ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন,


বিজ্ঞাপন


মাইকিংসহ জনশান্তি বিঘ্নিত হয়—এমন কোনো কাজ এবং একসঙ্গে চারজনের অধিক ব্যক্তি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

তবে পরীক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সরকারি অফিসসমূহ এবং জরুরি পরিষেবাসমূহ ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে।

শনিবার রাতে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান এ আদেশ জারি করেছেন। রাত সোয়া ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে জেলার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

-মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

আরও পড়ুন

মুষ্টিবদ্ধ তাকবির ধ্বনি কোটি হৃদয়ে অনুপ্রেরণা দেবে: মাওলানা আজহারী
মুষ্টিবদ্ধ তাকবির ধ্বনি কোটি হৃদয়ে অনুপ্রেরণা দেবে: মাওলানা আজহারী
ফিলিস্তিনিদের ভেড়ার ওপর হামলা: ১১৭টি ভেড়া হত্যা, শতাধিক ভেড়া চুরি
ফিলিস্তিনিদের ভেড়ার ওপর হামলা: ১১৭টি ভেড়া হত্যা, শতাধিক ভেড়া চুরি