মাওলানা আজহারী, ছবি-সংগৃহীত
বিজ্ঞাপন
জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, “মুষ্টিবদ্ধ তাকবির ধ্বনি কোটি হৃদয়ে অনুপ্রেরণা জাগাবে।” শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
‘শাহাদাতের তামান্নায় উদ্দীপ্ত জীবন বাধা মানে না’
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেন,
“যে জীবন শাহাদাতের তামান্নায় উদ্দীপ্ত, সে জীবন কোনো বাধা মানে না। এই মুষ্টিবদ্ধ তাকবির ধ্বনি কোটি হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।”
জামায়াতের জাতীয় সমাবেশ
এর আগে শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবিতে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ আয়োজন করে।
সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পর্ব শুরু হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল্লাহ মানসুর, আর সাংস্কৃতিক পরিবেশনা পরিচালনা করে সাইমুম শিল্পী গোষ্ঠী।
দুপুর ২টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এর আগে দুপুর ১২টা ৩০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান দলটির আমির ডা. শফিকুর রহমান। নেতাকর্মীরা স্লোগানে তাকে স্বাগত জানালে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান।