Logo Logo

রাজনৈতিক দলের কাছে সরকার আত্মসমর্পণ করেছে : ড. ইফতেখারুজ্জামান


Splash Image

ফাইল ছবি।

অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিক দলের অতিরিক্ত ক্ষমতায়নের চাপের মুখে আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।


বিজ্ঞাপন


তিনি বলেন, এই সরকারের যে ম্যান্ডেট ছিল, সেটি তারা জোরালোভাবে ধারণ করতে পারছে না।

শনিবার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘সমাবেশ ও সম্মেলন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, "সরকারের পেছনে যে রেজিম কাজ করছে, তা এতটাই ক্ষমতাশালী যে সরকার বাধ্য হয়ে নতি স্বীকার করছে।"

তিনি আরও বলেন, “আমলাতন্ত্র সংস্কারের নামে যা হচ্ছে তা যথেষ্ট নয়। শিক্ষা খাত থেকেই যেখানে জুলাই অভ্যুত্থানের সূচনা, সেই খাতের সংস্কারে এখনও কোনো কমিশন গঠন করা হয়নি।”

দেশে রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের যৌথ প্রভাবে ‘চোরতন্ত্র’ প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক। তিনি বলেন, “এত কম সময়ে কোনো দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের উদাহরণ বিশ্বে নেই। এর পেছনে ব্যবসায়ীদেরও বড় ভূমিকা ছিল। কিন্তু ব্যবসা খাতের সংস্কার নিয়েও কোনো আলোচনা নেই।”

গোয়েন্দা সংস্থাগুলোর অনিয়ন্ত্রিত চর্চা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সেখানে শুধু কয়েকজন মানুষের পদের পরিবর্তন হয়েছে, আচরণের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে দেশে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো।”

ড. ইফতেখারুজ্জামান এই পরিস্থিতিকে একটি গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকট হিসেবে আখ্যায়িত করেন এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ও স্বচ্ছ সংস্কার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...